Amazon Uddokta
“Building Bridges, Igniting Dreams.”
We believe in serving before selling. You’re ambitious, driven, and ready to succeed—all you need is guidance that truly works for you. While many push courses and mentorships, we’re committed to your success above all. Our Amazon Private Label course in Bangla offers honest, practical steps to help you thrive on Amazon from Bangladesh. With us, it’s about your growth, your dreams, your future in the global marketplace.
আব্দুল্লাহ আল নাঈম সিদ্দিকী
“Mistakes are lessons; let mine guide your journey.”
২০১২ সালে ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করি মোবাইল গেম ডেভেলপমেন্ট দিয়ে। বেশ কিছু বছর গেম ডেভেলপিং সেক্টরে কাজের পর, ২০১৬ সালে মার্কেটিংয়ের প্রতি আকর্ষণ তৈরি হয়। ২০১৭ সালে অ্যামাজন প্ল্যাটফর্ম নিয়ে কাজ শুরু করি এবং খুব দ্রুতই এটি আমার পছন্দের কাজ হয়ে ওঠে। আজ অবধি আমি প্রায় ৫০টির বেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছি এবং বাংলাদেশ থেকে সফলভাবে একটি ব্র্যান্ড লঞ্চ করে বিক্রি করেছি।
আমার এই জার্নিতে আমি এবং আমার ক্লায়েন্টরা মিলিয়ে প্রায় ১ মিলিয়ন ডলার অ্যাডে ব্যয় করে ৫ মিলিয়ন ডলারের বেশি সেলস জেনারেট করেছি, আলহামদুলিল্লাহ্। তবে আমি কোন গুরু বা এক্সপার্ট না। একজন সাধারণ মানুষ, যিনি তার অভিজ্ঞতা শেয়ার করতে চান যেন আপনারা আমার ভুলগুলো এড়িয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন। আপনাদের জন্য শুভ কামনা।
“Don’t learn from success stories. Learn from people who have failed so many times in their life.”
What Our Students Say?
FAQ
বাংলাদেশে কি অ্যামাজন আছে?
না, অ্যামাজন বর্তমানে পৃথিবীর ২১ টি দেশে আছে, এই উত্তর লেখার দিন পর্যন্ত। বাংলাদেশ থেকে ঘরে বসে এর অধিকাংশ মার্কেটেই সেল করা যায়।
অ্যামাজনে ব্যবসা করতে কত টাকা লাগে?
অ্যামাজনে ভিন্ন ভিন্ন ব্যবসার ধরণ রয়েছে। আমি যে ব্যবসার কথা বলেছি তাতে ২-৮ লাখ টাকা লাগতে পারে। নির্ভর করে আপনি কোন মার্কেটে কাজ করতে চান এবং কোন ধরণের ব্যবসা করতে চান।
আমি বাংলাদেশে ব্যবসা করি, আমি কি অ্যামাজনে ব্যবসা করতে পারবো?
হ্যাঁ, অবশ্যই পারবেন। কিভাবে পারবেন তা জানতে আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়ার চ্যানেল গুলো অনুসরণ করতে পারেন।
অ্যামাজনে কি টাকা লস হবার সম্ভাবনা আছে?
এটা একটা ব্যবসা। আপনারা যেভাবে দোকান দিয়ে ব্যবসা করেন বা অনলাইনে ব্যবসা করেন এটাও ঠিক একই রকম ব্যবসা। এখানে লাভ-লস সবই আছে। কিন্তু সঠিকভাবে জেনে বুঝে করেলে লসের সম্ভাবনা অনেক কম।
অ্যামাজনে আসলে কি রকম ইনকাম করা যায়?
আপনারা মাসে ৫০০০ ডলার থেকে ১০,০০০ ডলার ইনকাম করতে পারবেন। আপনার নেট প্রফিট যদি ২৫% হয় তাহলে মাসে ১২৫০ – ২৫০০ ডলার প্রফিট করতে পারবেন সহজেই।
আপনি কি কোন কোর্স করান?
ইনশাআল্লাহ্ আমরা খুব দ্রুতই কিছু ট্রেইনিং প্রোগ্রাম শুরু করবো। নিয়মিত আমাদের সাথে থাকুন এবং ফলো করুন। আপডেট পেয়ে যাবেন।